চাঁদ দেখা যায়নি আজ, শুক্রবার রোজা শুরু

আগামীকাল বৃহস্পতিবার শাবান মাস শেষ হবে এবং তারাবির প্রথম নামাজ অনুষ্ঠিত হবে।
রোজা
প্রতীকী ছবি

দেশের কোথাও আজ বুধবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। এতে আগামীকাল বৃহস্পতিবার শাবান মাস শেষ হবে এবং তারাবির প্রথম নামাজ অনুষ্ঠিত হবে।

আগামী শুক্রবার থেকে মাসব্যাপী রোজা শুরু হচ্ছে।। 

আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত ঘোষণা করেন প্রতিমন্ত্রী।    

রমজান মাস উপলক্ষে ইতোমধ্যে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পুনর্নিধারণ করা হয়েছে।

দেশের সব মসজিদে এক পদ্ধতিতে খতম তারাবি পড়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

১৮ এপ্রিল রাতে পবিত্র শবে কদর পালিত হবে।

সৌদি আরবে আগামীকাল বৃহস্পতিবার থেকে রোজা শুরু হতে যাচ্ছে।

 

Comments