তাপপ্রবাহ

‘আধা ঘণ্টা’ দেরিকে শিডিউল বিপর্যয় বললে অবিচার করা হবে: রেলমন্ত্রী

নূরুল ইসলাম সুজন | ছবি: সংগৃহীত

তাপপ্রবাহের কারণে ট্রেনের গতি কমানো হয়েছে, এই সময় সমন্বয় করা হবে জানিয়ে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, 'আধা ঘণ্টা' দেরিকে শিডিউল বিপর্যয় বললে অবিচার করা হবে।

আজ শনিবার দুপুরে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

তীব্র তাপপ্রবাহের কারণে ট্রেনের গতি কমিয়ে ৭০ কিলোমিটার করায় শিডিউল বিপর্যয় হওয়ার সম্ভাবনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, 'গতি কমালে সেই সময় অ্যাডজাস্ট করতে হবে। বিপর্যয় হলো কোনো দুর্ঘটনার কারণে আমাদের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে কিন্তু এখানে তো তা হচ্ছে না। আধা ঘণ্টা দেরিকে যদি শিডিউল বিপর্যয় বলেন তাহলে বোধ হয়ে আমাদের ওপর অবিচার করা হবে।'

'আমরা মনে করি, এটা স্বাভাবিকভাবে...প্রকৃতির ওপর তো কারো হাত নেই! সবার উপরে আমাদের যাত্রীদের যে নিরাপত্তা সেটি আমাদের দেখতে হবে,' বলেন রেলমন্ত্রী।

ঈদযাত্রা শুরু হয়েছে ১৭ এপ্রিল, স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে রেলমন্ত্রী বলেন, 'সারা বছর আমরা রেলকে শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করি। প্রতি বছর ঈদের সময় সেটা ভেঙে পড়ে; টিকিট সংগ্রহ কেন্দ্রিক একটা বিরাট জটলা। আমরা ৫০ শতাংশ অনলাইনে দেই, বাকিটা কাউন্টারে দেই। এবার যে পরিবর্তনটা করেছি, আমরা শত ভাগ অনলাইনে দিয়েছি। ফলে টিকিট সংগ্রহ কেন্দ্রিক যে কাউন্টারে...কমলাপুরে বা বিমানবন্দরে, সেই চিত্র এবার নেই।'

'সবাই এটাকে সাধুবাদ জানিয়েছে এবং মানুষের ভোগান্তি এবার কম হচ্ছে। আমরা চাই যে, আমাদের যাত্রী সেবার মান বৃদ্ধি করার জন্য। কোনো রকম হয়রানি ছাড়াই মানুষ যেন স্বাচ্ছন্দ্যে ট্রেনের যাত্রী হয়ে যেতে পারেন, অতীতের অভিজ্ঞতাগুলো যেন সামনের দিনে গল্পের মতো শোনায়, এগুলো যেন আর ফিরে না আসে; আমরা চেষ্টা করছি সেই কাজটি। এবার বাড়তি, অ্যাকসেস কন্ট্রোল অর্থাৎ যেহেতু আমাদের সব স্টেশনগুলোর অ্যাকসেস কন্ট্রোল নেই, যে কেউ চলে আসতে পারে সে বিষয়ে আমরা এবার কড়াকড়ি করছি,' বলেন তিনি।

রেলমন্ত্রী আরও বলেন, 'টিকিট ছাড়া একদল মানুষের ভিড়, অনেক চাহিদা অজুহাতে বিনা ভাড়ায় ট্রেনের ছাদে...যারা টিকিট কাটেন তারা উঠতে পারেন না, বিনা টিকিটের যাত্রী আগেই জোর করে ট্রেনে উঠে পড়ে—এই পরিস্থিতি আমরা বাইরে ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা সাময়িক কিছু ব্যবস্থা নিয়েছি বাঁশ দিয়ে। ভবিষ্যতে বিমানবন্দর স্টেশনের আমূল পরিবর্তন হবে এবং এটা মাল্টি মডেল হাব হবে। সেই পরিকল্পনা বাস্তবায়নের আগে পর্যন্ত আমরা সাময়িক ব্যবস্থা নিয়ে যতটুকু সংস্কার করা যায় সেই পরিকল্পনা হাতে নিয়েছি।'

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'সব সময়ই ট্রেনের ছাদে ভ্রমণ একটি অপরাধ। ট্রেনের ছাদে ওঠা যে কোনো মানুষের জন্য অপরাধ। আমাদের লোক বলের অভাব ছিল, বিভিন্ন কারণে হয়নি। আস্তে আস্তে আমরা শৃঙ্খলার দিকে যাচ্ছি।'

Comments

The Daily Star  | English

Primary Schools: Dropouts up after 14 years of decline

In a setback for the country’s primary education system, the school dropout rate saw a sudden rise last year after a steady decline over 14 years, according to a government report.

9h ago