ফেসবুকে ধর্ম নিয়ে মন্তব্যের জেরে বিচারক প্রত্যাহার

ফেসবুক পোস্টের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইমান আলী শেখকে প্রত্যাহার করা হয়েছে।
দায়িত্ব থেকে প্রত্যাহার করে আজ রোববার তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
যোগাযোগ করা হলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক ডেইলি স্টারকে বলেন, 'মো. ইমান আলী সম্প্রতি তার ফেসবুক পোস্টে লিখেছেন যে আল্লাহ, ঈশ্বর বা ভগবান কাল্পনিক; এগুলোর কোনো অস্তিত্ব নেই। এটা সব ধর্মের মানুষের অনুভূতিতে আঘাত করেছে। একজন বিচারক হিসেবে তিনি এটা করতে পারেন না। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।'
এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে আইন মন্ত্রণালয় এ ব্যবস্থা নিয়েছে।
এদিকে, নিম্ন আদালতের বিচারকদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর জারি করা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে বলেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
ওই নির্দেশনায় সামাজিক মাধ্যমে বিচারকদের ছবি এবং ভিডিও আপলোড করা থেকে বিরত থাকতে বলা হয়। সেই সঙ্গে জাতীয় ঐক্য ও চেতনার পরিপন্থী কোনো মন্তব্য করতে মানা করা হয়।
নির্দেশনায় আরও বলা হয়, অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়, মানহানিকর এবং নৈতিকতা পরিপন্থী কোনো স্ট্যাটাস, পোস্ট, লিংক, ছবি ইত্যাদিতে অন্যজনকে ট্যাগিং, শেয়ারিং, প্রকাশ ও প্রচার করা যাবে না।
Comments