যাত্রীপ্রতি ১০৬ টাকা অতিরিক্ত ভাড়া আদায়, শরীয়তপুর সুপার সার্ভিসকে জরিমানা

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে শরীয়তপুর সুপার সার্ভিস লিমিটেডের একটি বাসকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ছবি: সংগৃহীত

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে শরীয়তপুর সুপার সার্ভিস লিমিটেডের একটি বাসকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার দুপুরে যাত্রীদের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত বাসটিকে ৫ হাজার টাকা জরিমানা করেন। শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন।

বিষয়টি নিশ্চিত করে জ্যোতি বিকাশ চন্দ্র দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঈদের আগে যাত্রীরা যাতে নিরাপদে, স্বস্তিতে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে শরীয়তপুর আসতে পারেন সেজন্য আমরা নিয়মিত আমাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। রাস্তার ২ ধারে ও বাস স্ট্যান্ডের যত্রতত্র বাস পার্কিং করে জনদূর্ভোগ সৃষ্টি করতে না পারে সেটি খেয়াল রাখছি। আজ সকালে শরীয়তপুর সুপার সার্ভিসের এক যাত্রী অভিযোগ করেছেন বাসটির কর্তৃপক্ষ যাত্রীদের কাছ থেকে জোর করে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন।'

'পরে আমরা প্রেমতলা এলাকায় শরীয়তপুর সুপার সার্ভিসের একটি বাসে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাই। বাসটি যাত্রীদের কাছ থেকে ২৯৪ টাকা ভাড়ার জায়গায় ৪০০ টাকা ভাড়া নিচ্ছিল। নির্ধারিত ভাড়ার  চেয়ে অতিরিক্ত ১০৬ টা ভাড়া আদায় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনগতভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।'

এই বিষয়ে জানতে শরীয়তপুর সুপার সার্ভিস লিমিটেড বাস মালিক গ্রুপ সমিতির সভাপতি ফারুক তালুকদারকে ফোন করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে শরীয়তপুর সুপার সার্ভিস লিমিটেডের একজন শেয়ার হোল্ডার দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের সরকারি নির্দেশনা রয়েছে আমরা ২৮০ টাকা ভাড়া নিতে পারব। কিন্তু যাত্রীদের কথা চিন্তা করে আগে ঢাকা এবং শরীয়তপুরে নিয়মিত যাত্রী থাকায় ২৫০ টাকা ভাড়া নিয়েছিলাম। আগে আমরা নির্ধারিত ভাড়া থেকে ৪৪ টাকা কম নিয়েছি।'

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে তিনি বলেন, 'এখন শরীয়তপুর থেকে কোনো যাত্রী ঢাকা যাচ্ছে না, ঢাকায় প্রায় যাত্রীশূন্য যাচ্ছে আমাদের গাড়িগুলো। সেজন্য আমরা সরকার নির্ধারিত ভাড়া থেকে ১০৬ টাকা ভাড়া বেশি নিয়েছি। আমাদের ৪০০ টাকা ভাড়া না নিতে দিলে ঈদের সময় বাস সার্ভিস বন্ধ করে রাখতে হবে। কারণ লাভ না হোক, লস দিয়ে তো আর গাড়ির ব্যবসা করা সম্ভব না।'

Comments

The Daily Star  | English

Nearly 200 killed in Pakistan monsoon rains in 24 hours

Says disaster authority; majority of the deaths, 150, were recorded in mountainous Khyber Pakhtunkhwa province

4h ago