ছবিতে ঈদের সকাল

ঈদের জামাত শেষে বাবাদের কাছে শিশুদের রঙিন বেলুন কিনে দেওয়ার আবদার। ছবি: প্রবীর দাশ/স্টার

এক মাস সিয়াম সাধনার পর আজ শনিবার যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। 

রঙিন বেলুন কিনে খুশি মনে বাড়ি ফেরা। ছবি: প্রবীর দাশ/স্টার

ঈদ উপলক্ষে এরইমধ্যে রেডিও-টিভিতে-পাড়া-মহল্লায় বেজে উঠেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই চিরচেনা গানের প্রিয় সুর, 'ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ...।'

ঈদের কোলাকুলি। ছবি: প্রবীর দাশ/স্টার

করোনাভাইরাস মহামারির কারণে অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কার মধ্যেই বিগত কয়েক বছর মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে হয়েছে। এবার করোনার প্রাদুর্ভাব কমে যাওয়ায় মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঈদকে ঘিরে পূর্বের মতোই আনন্দ-উচ্ছ্বাস ফিরে এসেছে। 

ঈদের জামাতে শামিল হচ্ছেন মুসল্লিরা। ছবি: প্রবীর দাশ/স্টার

করোনা মোকাবিলায় ও সংক্রমণ বিস্তার রোধে সরকারের নির্দেশনায় বিগত কয়েক বছর খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। ঈদ জামাত হয়েছে মসজিদের ভেতরে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে। 

জাতীয় ঈদগাহে মুসল্লিদের উপচেপড়া ভিড়। ছবি: প্রবীর দাশ/স্টার

কিন্তু এবার ঈদগাহ ও খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। 

ঈদের জামাত চলে এসেছে সড়কে। ছবি: প্রবীর দাশ/স্টার
আজ কেবলই আনন্দ ভাগাভাগির দিন। ছবি: প্রবীর দাশ/স্টার

 

Comments

The Daily Star  | English

Advisory council clears anti-terrorism law amendement

Draft includes provision to ban an entity's activities, restrict terrorism-related content online

1h ago