৪ দিনে ঢাকা ছেড়েছেন ৮৫ লাখ ৫২ হাজার সিম ব্যবহারকারী

৪ দিনের মধ্যে ঈদের আগের দিন শুক্রবার সর্বোচ্চ প্রায় ৩২ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন।
গত বুধবার মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হচ্ছেন ঈদে ঘরমুখো মানুষ। ছবি: তানজিল হাসান/স্টার

গতকাল শুক্রবার পর্যন্ত ৪ দিনে মোট ৮৫ লাখ ৫২ হাজার মোবাইল সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন।

পরিবারের সঙ্গে ঈদ-উল-ফিতর উদযাপনের জন্য তারা নিজ গ্রামের বাড়িতে গেছেন।

৪ দিনের মধ্যে ঈদের আগের দিন শুক্রবার সর্বোচ্চ প্রায় ৩২ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে আজ শনিবার এ তথ্য জানিয়েছেন।

গত ১৮ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত ৪ দিনে অবশ্য ২৩ লাখ ৯১ হাজার সিম ব্যবহারকারী ঢাকায় প্রবেশ করেছেন।

এই পরিসংখ্যান দেশের মোবাইল অপারেটরদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে বলে মন্ত্রী মোস্তাফা জব্বার দ্য ডেইলি স্টারকে বলেছেন।

তবে, একজন ব্যক্তির একাধিক সিম থাকতে পারে বলে পরিসংখ্যান দিয়ে ঠিক কতজন ঢাকা ছেড়েছেন বা প্রবেশ করেছেন তা বলা যাবে না, উল্লেখ করেন মন্ত্রী। 

তিনি বলেন, 'একজন ব্যক্তি সর্বোচ্চ ১৫টি মোবাইল সিম ব্যবহার করতে পারেন। কিন্তু গড়ে প্রতি জনের কাছে দেড়টা সিম আছে।'

মন্ত্রী আরও বলেন, 'অর্থাৎ ১৮ কোটি সিমের ব্যবহারকারী ১২ কোটি মানুষ বলে ধরা যায়।'

অন্যদিকে, লাখ লাখ শিশু, বৃদ্ধ ও দরিদ্র মানুষ আছেন যাদের কোনো মোবাইল ফোন নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আর, অনেকেই ১৮ এপ্রিলের আগে ঢাকা ছেড়েছেন।

Comments