রাজনৈতিক ব্যক্তিত্ব পঙ্কজ ভট্টাচার্যের শেষকৃত্য মঙ্গলবার

ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য। ছবি: সংগৃহীত

ঐক্য ন্যাপের সভাপতি ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পঙ্কজ ভট্টাচার্যের শেষকৃত্য আগামী মঙ্গলবার পোস্তগোলা মহাশশ্মানে অনুষ্ঠিত হবে৷

পঙ্কজ ভট্টাচার্যের পরিবারের পক্ষ থেকে কাজল দেবনাথ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান৷

তিনি বলেন, 'মঙ্গলবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে তার নাগরিক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠিত হবে৷ এরপর পোস্তগোলা মহাশশ্মানে শেষকৃত্য সম্পন্ন হবে৷'

তিনি জানান, পঙ্কজ ভট্টাচার্যের মরদেহ শমরিতা হাসপাতালের মর্গে রাখা হয়েছে৷

Comments

The Daily Star  | English

46th BCS written exam postponed amid protests

Md Zahirul Islam Bhuiyan, a PSC member, announced in front of the protesters that the scheduled date for the 46th Bangladesh Civil Service written exam (May 8) would be postponed

2h ago