সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরী মারা গেছেন

জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী মারা গেছেন। তার বয়স হয়েছে ৬৩ বছর।
আজ মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার মৃত্যু হয়।
কামরুল ইসলামের পরিবারের সদস্যরা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক নিউজ এডিটর কামরুল লিভার, কিডনি ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন।
প্রায় ১ সপ্তাহ যাবত তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
ফোরাম অব এনভায়রনন্টাল জার্নালিস্টস অব বাংলাদেশ-এর (এফইজেবি) চেয়ারম্যান ছিলেন কামরুল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
দৈনিক বাংলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শরীফুজ্জামান পিন্টু বলেন, তিনি সরকারি ও বেসরকারি সংস্থার পক্ষে জলবায়ু সংক্রান্ত বিষয়ে আলোচক হিসেবে তার ভূমিকা পালন করেছেন।
Comments