রেলসেতুর নিচের মাটি সরে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহের ত্রিশালে রেলসেতুর লাইনের নিচের মাটি সরে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আজ সোমবার রাত ৮টার দিকে উপজেলার ফাতেমা নগর-আউলিয়ানগর রেলস্টেশন মাঝামাঝি আহম্মেদবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশন সুপারিনটেনন্ডেন্ট নাজমুল হক খান দ্য ডেইলি স্টারকে জানান, আহম্মেদ বাড়ি এলাকার রেললাইনের একটি সেতুর সংস্কারকাজ চলছিল। এর মধ্যে সন্ধ্যার পর ময়মনসিংহগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি দ্রুত গতিতে সংস্কার কাজ করা সেতুটি পার হওয়ার পর নিচের কিছু অংশের মাটি সরে যায়। ময়মনসিংহ থেকে ঢাকাগামী অগ্নিবীণা ট্রেন যাওয়ার সময় সেতুর নিচের মাটি সরে যাওয়ার বিষয়টি বোঝা যায়। পরে অগ্নিবীণা ট্রেন দাঁড়ানো অবস্থায় ওই সংস্কারকাজ শুরু হয়। রাত ১টা পর্যন্ত সেই সংস্কারকাজ চলমান। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ৪ ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এই ঘটনায় ঢাকাগামী জামালপুর এক্সপ্রেস ফাতেমা নগর ও জামালপুরগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস আউলিয়ানগর স্টেশনে দাঁড়িয়ে আছে বলেও জানান তিনি।
যাত্রীদের অভিযোগ, ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনে অপেক্ষারত শতাধিক যাত্রীকে টিকিট ফেরত দিয়ে টাকা নেওয়ার জন্য আধঘণ্টা সময় দেওয়া হয়। অনেকেই এই সময়ের মধ্যে টাকা ফেরত নিতে পারেননি। একইসঙ্গে বিষয়টি নিয়ে কথা বলার জন্য দায়িত্বশীল কাউকে তারা স্টেশনে পাননি বলেও জানান।
এ বিষয়ে নাজমুল হক খান জানান, তারা ঢাকার কন্ট্রোল রুমের সিদ্ধান্ত পালন করেছেন।
Comments