চলে গেলেন প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক নুরুল ইসলাম

বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান, প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক নুরুল ইসলাম মারা গেছেন। যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাতে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯৪ বছর।
অধ্যাপক নুরুল ইসলামের প্রতিবেশী আহমাদ আহসান টেলিফোনে দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অধ্যাপক নুরুল ইসলাম বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। জনস হপকিনস ইউনিভার্সিটির আওতাধীন ম্যারিল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুর আগ পর্যন্ত অধ্যাপক নুরুল ইসলাম খাদ্যনীতি বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (ইফপ্রি) ইমেরিটাস ফেলো হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আহমাদ আহসান জানান, ১৯৮৭ সাল থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন অধ্যাপক নুরুল ইসলাম। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদানের জন্য দেশে ফিরে আসেন অধ্যাপক নুরুল ইসলাম। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে শাসকদের বিরুদ্ধে তৎকালীন পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক ন্যায়বিচারের সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখেন তিনি।
৬ দফা কর্মসূচিতেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। পরে তিনি বাংলাদেশের পরিকল্পনা কমিশনের দায়িত্ব নেন।
Comments