উজবেকিস্তানকে নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে বাংলাদেশের আমন্ত্রণ

উজবেকিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বাখরোমজন আ'লোয়েভের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময় পর্যবেক্ষক দল পাঠাতে উজবেকিস্তানকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, উজবেকিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বাখরোমজন আ'লোয়েভের সঙ্গে একটি বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এই আমন্ত্রণ জানিয়েছেন।

উজবেকিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রীও এসময় তার দেশের রাষ্ট্রপতি নির্বাচনের সময় বাংলাদেশকে পর্যবেক্ষণ দল পাঠানোর আমন্ত্রণ জানান।

ঢাকায় অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের ব্যবসা-বাণিজ্য বাড়াতে বিমান ও শিপিং যোগাযোগের মতো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

ভ্রমণ সহজ করতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-দিল্লি রুটের ফ্লাইট এবং উজবেক এয়ারের দিল্লি-তাসখন্দ ফ্লাইটের জন্য কোড-শেয়ারিং নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়।

পরবর্তীতে বিমান এবং উজবেক এয়ার ঢাকা ও তাসখন্দের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করতে পারে।

দুই দেশের মধ্যে পণ্য পরিবহনের খরচ কমাতে চট্টগ্রাম বন্দর এবং ইরানের চাবাহার বন্দরের মধ্যে সরাসরি শিপিং পরিষেবা পরিচালনার বিষয়েও আলোচনা হয়।

উজবেকিস্তান থেকে তুলা আমদানির আগ্রহ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। উজবেক মন্ত্রী বলেন, এই তুলা থেকে পণ্য উৎপাদন করে বাংলাদেশ তা অন্য দেশে রপ্তানি করতে পারে।

যৌথ উদ্যোগে উজবেকিস্তানে সার কারখানা স্থাপনে আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ। মোমেম বলেন, উজবেকিস্তান বাংলাদেশে তার কূটনৈতিক মিশন প্রতিষ্ঠা করলে বাংলাদেশ পূর্ণ সহযোগিতা করবে।

Comments