লাউয়াছড়ায় ট্রেন লাইনচ্যুত: সিলেট-চট্টগ্রামগামী ২ ট্রেনের যাত্রা বাতিল

ট্রেনের যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে।
ছবি: স্টার ফাইল ফটো

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার পর সিলেট ও চট্টগ্রামগামী ২টি ট্রেনের যাত্রা বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এসব ট্রেনের যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে।

কুলাউড়া জংশন রেলস্টেশনের সহকারী মাস্টার রোমান আহমদ বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন।

শনিবার দুপুরে তিনি বলেন, ট্রেন লাইনচ্যুত হওয়ায় সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এবং চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিলের সিদ্ধান্ত হয়েছে। সকাল থেকে স্টেশনের কাউন্টার থেকে এসব ট্রেনের যাত্রীরা টিকিট জমা দিয়ে টাকা ফেরত নিচ্ছেন। তবে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।

শনিবার ভোর ৪টা ৫০ মিনিটে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে রেললাইনের উপর গাছ ভেঙে পড়লে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে এই রুটে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

Comments