তাকসিমকে নিয়ে মন্তব্য: ওয়াসার চেয়ারম্যান পরিবর্তন

wasa

ঢাকা ওয়াসা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সুজিত কুমার বালা।

আজ সোমবার জারি করা একটি প্রজ্ঞাপনে তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

এর আগে ঢাকা ওয়াসা ওয়াসা চেয়ারম্যান গোলাম মোস্তফা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানকে নিয়ে মন্ত্রণালয়ে একটি অভিযোগপত্র জমা দেন। তিনি বলেন, এমডি রাষ্ট্রীয় এই সংস্থাটিকে নিজের ব্যক্তিগত সম্পদের মতো পরিচালনা করছেন।

গোলাম মোস্তফা বলেন, 'তিনি ওয়াসাকে নিজের ব্যক্তিগত সম্পদের মতো করে ব্যবহার করেন। এখানে তিনি রামরাজত্ব কায়েম করেছেন। কারো কথাই তিনি শোনেন না।'

তাকসিম রাষ্ট্রীয় এই সংস্থাটিকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন উল্লেখ করে বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওয়াসা চেয়ারম্যান গোলাম মোস্তফা। 

আজ সোমবার দেওয়া প্রজ্ঞাপনে বলা হয়ছে, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ এর ৯(১) ধারা অনুযায়ী, সুজিত কুমার বালা ঢাকা ওয়াসা বোর্ডের আগের চেয়ারম্যান ড. প্রকৌশলী গোলাম মোস্তফার স্থলাভিষিক্ত হবেন।

Comments

The Daily Star  | English

Logistics not yet ready for post-LDC graduation needs

Lack of efficient logistics poses threat to Bangladesh's export competitiveness, speakers say

16h ago