মেট্রোরেলের নিরাপত্তায় ২৩১ সদস্যের এমআরটি পুলিশ গঠন

মেট্রোরেল
মেট্রোরেল। স্টার ফাইল ফটো

মেট্রোরেল ব্যবস্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ ইউনিট গঠনের অনুমোদন দিয়েছে সরকার।

গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে।

দেশে মেট্রোরেল লাইন উদ্বোধনের ৫ মাস পর এমআরটি পুলিশ গঠন হতে যাচ্ছে। গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করেন।

পুলিশের বিশেষায়িত এমআরটি ইউনিটে ২৩১ জন সদস্যের নেতৃত্বে থাকবেন একজন উপমহাপরিদর্শক (ডিআইজি)। ইউনিটটি মেট্রোরেলের নিরাপত্তা ও ব্যবস্থাপনার তদারকির জন্য দায়িত্বপ্রাপ্ত হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ইউনিটটিতে ৩টি ক্যাডার পদ এবং ২২৮টি নন-ক্যাডার পদ থাকবে। তাদের জন্য বরাদ্দ থাকবে ১৫টি গাড়ি।

প্রশাসনিক পদগুলো হলো- ১ জন ডিআইজি, ১ জন পুলিশ সুপার, ২ জন পরিদর্শক, ২ জন পরিদর্শক (নিরস্ত্র), ১ জন পরিদর্শক (সশস্ত্র), ২ জন উপপরিদর্শক (নিরস্ত্র), ২ জন উপপরিদর্শক (সশস্ত্র), ৩ জন সহকারী উপপরিদর্শক (নিরস্ত্র), ৪ জন সহকারী উপপরিদর্শক (সশস্ত্র), ৫ জন নায়েক, ১০ জন কনস্টেবল, ১ জন কম্পিউটার অপারেটর, ১ জন হিসাবরক্ষক, ১ জন সিনিয়র সহকারী এবং ২ জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।

এমআরটি লাইন-৬ এ থাকবে ১ জন অতিরিক্ত পুলিশ সুপার, ৬ জন পরিদর্শক (নিরস্ত্র), ২ জন উপপরিদর্শক (নিরস্ত্র), ৩৪ জন সহকারী উপপরিদর্শক (নিরস্ত্র) এবং ১৫৩ জন কনস্টেবল অন্তর্ভুক্ত।

এমআরটি পুলিশের গাড়িবহরে থাকবে ১ টি জিপ, ৪ টি পিক-আপ এবং ১০টি মোটরসাইকেল।

Comments

The Daily Star  | English
Election in Bangladesh

Why are we trying to make the election uncertain?

Those who are working to prevent the election should question themselves as to how the people will be empowered without one.

5h ago