‘এনআইডি কার্ডধারী সবার ট্যাক্স রিটার্ন জমা দেওয়া উচিত’

পররাষ্ট্রমন্ত্রী মোমেন
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। স্টার ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, করদাতার সংখ্যা বাড়াতে প্রত্যেক জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ডধারীকে ট্যাক্স রিটার্ন জমা দেওয়া উচিত।

আজ শনিবার ঢাকায় ইকোনমিক রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে (ইআরএফ) আয়োজিত 'রিমেম্বারিং আবুল মাল আবদুল মুহিত' শীর্ষক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'তিনি প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের আমলে সব এনআইডি কার্ডধারীদের জন্য ট্যাক্স রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করার প্রচেষ্টা করেছিলেন।'

তিনি জানান, আবুল মাল আবদুল মুহিত এই প্রস্তাবনা বাস্তবায়ন করতে চাইলেও আমলাতান্ত্রিক জটিলতায় তা হয়নি।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফজলে কবির ও সাবেক সিনিয়র অর্থসচিব মাহবুব আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Gridline woes delay Rooppur Power Plant launch

The issue was highlighted during an International Atomic Energy Agency (IAEA) inspection in March

4h ago