আজ থেকে মেট্রোরেল চলছে সকাল ৮টা-রাত ৮টা

মেট্রোরেল
স্টার ফাইল ফটো

মেট্রোরেল এখন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলছে।

আজ বুধবার থেকে নতুন সময়ে মেট্রোরেল চলছে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপক মাহফুজ রহমান।

তিনি জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী পিক আওয়ার বিবেচনায় সকাল ৮টা থেকে ১১টা এবং দুপুর ৩টা ১ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০ মিনিট পর পর ট্রেন ছেড়ে যাবে। এ ছাড়া, অফ পিক আওয়ার সকাল ১১টা ১ মিনিট থেকে দুপুর ৩টা এবং সন্ধ্যা ৬টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ১৫ মিনিট পর পর ট্রেন ছেড়ে যাবে।

তিনি আরও জানান, এখন থেকে মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি শুক্রবার।

আগামী ঈদুল আজহার দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ডিএমটিসিএল।

বর্তমানে উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে। এই দূরত্বে থাকা ৯টি স্টেশনই চালু রয়েছে।

আগামী নভেম্বরের মধ্যে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ চালু হবে বলে জানিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

6h ago