ভারতে ২ বছর কারাভোগ শেষে দেশে ফিরল ৫০ কিশোর-কিশোরী

ভারতে ২ বছর কারাভোগের পর বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত এসেছে ৫০ কিশোর-কিশোরী।
গতকাল বৃহস্পতিবার রাতে ভারতীয় পুলিশ তাদের বাংলাদেশে পাঠায়।
তাদের মধ্যে আছে ২৮ কিশোর ও ২২ কিশোরী। তাদের বয়স ১৪ থেকে ১৫ বছরের মধ্যে।
সংশ্লিষ্ট সূত্র দ্য ডেইলি স্টারকে জানায়, ভালো কাজের আশায় অবৈধ পথে ভারত যাওয়া এই কিশোর-কিশোরীদের মুম্বাই শহরের বেশ কয়েকটি স্থান থেকে আটক করে সে দেশের পুলিশ।
তাদেরকে ২ বছরের সাজা দেয় আদালত।
সাজার মেয়াদ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের ফেরত পাঠানো হয় বেনাপোল পুলিশ ইমিগ্রেশনে।
২ দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত পাঠানোর পর বেসরকারি সংস্থা জাসটিস কেয়ার ও রাইটস যশোর তাদেরকে পরিবারের কাছে হস্তান্তরের জন্য যশোর শেল্টার হোমে নিয়ে যাওয়া হয়।
ভারতে নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার কাউন্সিলর তুসিতা চাকমা ওই কিশোর কিশোরীদের সঙ্গে বাংলাদেশে এসেছিলেন। তিনি গণমাধ্যমকে বলেন, দালালদের খপ্পরে পড়ে ভালো কাজের আশায় এই কিশোর-কিশোরীরা মুম্বাই যায়। বাসা-বাড়িতে কাজ করার সময় তারা ভারতীয় পুলিশের হাতে আটক হয়। সাজাভোগের পর তারা দেশে ফিরে এসেছে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবীব ডেইলি স্টারকে বলেন, 'ট্রাভেল পারমিটের মাধ্যমে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে রাত সাড়ে ১১টায় তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।'
Comments