রাজধানীর যেসব এলাকায় শনিবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন ও অপসারণ কাজের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় শনিবার ৮ ঘণ্টা গ্যাস সংযোগ বন্ধ রাখবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন ও অপসারণ কাজের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় শনিবার ৮ ঘণ্টা গ্যাস সংযোগ বন্ধ রাখবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

গতকাল শুক্রবার তিতাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস পাইপ লাইনের জরুরি কাজের জন্য সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা মগবাজার-মৌচাক-মালিবাগ রেলগেট পর্যন্ত এবং রেল লাইনের উত্তর পাশে নয়াটোলা, গাবতলা, গ্রীনওয়ে, পেয়ারাবাগ, মধুবাগ, মগবাজার টিএন্ডডি কলোনি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, এ সময়ে গ্যাস লাইনে কাজের ফলে আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও জানিয়েছে তিতাস।

Comments

The Daily Star  | English

Democracy must continue in Bangladesh at any cost: PM

Prime Minister Sheikh Hasina has said democracy must continue in Bangladesh at any cost, reiterating her commitment to hold the next general election in a free and fair manner

6m ago