সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ছবি: সংগৃহীত

আজ সাবেক প্রধান বিচারপতি এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তার যশোরের বাড়িসহ বিভিন্ন স্থানে দোয়া ও মাহফিল এবং এতিখানায় খাবার বিতরণ করা হবে। 

২০১৭ সালের ৬ জুন বিচারপতি লতিফুর রহমান ইন্তেকাল করেন। তিনি ১৯৩৬ সালের ১ মার্চ যশোরে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি ইংরেজী সাহিত্য এবং আইন বিষয়ে অধ্যয়ন করেন। ১৯৬০ সালে তিনি ঢাকা হাইকোর্টে আইন পেশা শুরু করেন। 

১৯৭৯ সালে লতিফুর রহমান সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। ১৯৯১ সালের ১৫ জানুয়ারি আপিল বিভাগের বিচারপতি হন। ২০০১ সালের ১ জানুয়ারি দেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০০১ সালে ১৫ জুলাই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন। অবসরে আইন বিষয়ে এবং আত্মজীবনীমূলক দু'টি গ্রন্থ রচনা করেন। 

Comments

The Daily Star  | English

Power supply halt: DEPZ factories resume production via alternative lines

At least 90 factories were declared closed after United Power had stopped power supply to the factories yesterday

35m ago