আফতাবনগরে গরুর হাট বসতে আইনি বাধা নেই

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আফতাবনগরে গরুর হাট না বসানোর বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
supreme-court-1.jpg
সুপ্রিম কোর্ট ভবন। স্টার ফাইল ছবি

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আফতাবনগরে গরুর হাট না বসানোর বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ বুধবার আপিল বিভাগ এ রায় দেন। এর ফলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আফতাবনগরে গরুর হাট বসানোর ক্ষেত্রে কোনো বাধা থাকল না।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের ৩ সদস্যের বেঞ্চ হাইকোর্টের আফতাবনগরে হাট না বসানোর সিদ্ধান্ত ৪ সপ্তাহের জন্য স্থগিত করেন।বেঞ্চের অন্য ২ সদস্য হলেন বিচারপতি বোরহানউদ্দিন ও বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী।

ডিএনসিসির আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা দ্য ডেইলি স্টারকে বলেন, সুপ্রিম কোর্টের আদেশের পর আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে আফতাবনগরে সাময়িক সময়ের জন্য গরুর হাট চালাতে ডিএনসিসির কোনো আইনি বাধা নেই।

তিনি বলেন, 'স্থানীয় জনগণের সুবিধার্থে খালি জায়গায় অস্থায়ী পশুর হাট চলবে।'

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুস আলী আকন্দের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে, হাইকোর্ট গত ১৮ মে আফতাবনগর এলাকায় ডিএনসিসির অস্থায়ী গরুর হাট বসানোর সিদ্ধান্ত ৮ সপ্তাহের জন্য স্থগিত করেন। সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রুলও জারি করেন।

Comments