মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফের শুদ্ধাচার পুরষ্কার অর্জন

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়।
মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ। ছবি: সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ 'জাতীয় শুদ্ধাচার পুরষ্কার ২০২২-২৩' অর্জন করেছেন।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়।

মোট ১০টি সূচকে ধার্যকৃত ১০০ নম্বরের মধ্যে অন্তত ৮০ নম্বর পেলে তবেই একজন সরকারি কর্মকর্তা-কর্মচারী এই এই পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হন। গ্রেড-১ থেকে ২০ পর্যন্ত মোট ৪টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়।

এর ধারাবাহিকতায় ২০২২-২৩ অর্থবছরের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পুরস্কৃত হলেন মোহাম্মদ ইউসুফ।

মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ অত্যন্ত দক্ষ চিকিৎসক। তিনি ১৯৬৪ সালের ৩০ জুন জন্মগ্রহণ করেন। ১৯৮৮ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করার পর ১৯৮৯ সালের ২৩ মে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে আর্মি মেডিকেল কোরে যোগদান করেন।

বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি তিনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশন দায়িত্ব পালন করেছেন লাইবেরিয়া ও মোজাম্বিকে।

মোহাম্মদ ইউসুফ ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি মেজর জেনারেল পদে উন্নীত হন এবং ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক পদে নিযুক্ত হন। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার অসংখ্য প্রকাশনা রয়েছে।

মন্ত্রীপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, 'জাতীয় শুদ্ধাচার পুরস্কার' প্রাপ্তরা পুরস্কার হিসেবে সনদ, ক্রেস্ট ও এক মাসের মূল বেতনের সমান অর্থ পেয়ে থাকেন।

Comments

The Daily Star  | English
Impact of poverty on child marriages in Rasulpur

The child brides of Rasulpur

As Meem tended to the child, a group of girls around her age strolled past the yard.

13h ago