'নির্বাচনী প্রচারণায়' সিনিয়র সচিব, ব্যবস্থা নিতে আইনি নোটিশ
সরকারি চাকরির আচরণবিধি লঙ্ঘন করে একটি দলের প্রার্থী হিসেবে নিজের জন্য নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব খাজা মিয়ার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চেয়ে সরকারকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবকে আগামী সাত দিনের মধ্যে নোটিশের জবাব দিতে অনুরোধ করা হয়েছে। একই সময়ের মধ্যে খাজা মিয়াকে তার নিজের অবস্থান সম্পর্কে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সুপ্রি কোর্টের আইনজীবী এম মাহবুবুর রহমান খান আজ এই আইনি নোটিশ দেন।
এতে বলা হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতির অংশ হিসেবে খাজা মিয়া গত ৩০ জুন নড়াইল-১ আসনের এলাকায় কয়েকটি পথসভা ও উঠান বৈঠকে অংশ নিয়েছেন বলে জানা গেছে। খাজা মিয়া নিজেকে একটি রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে পরিচয় দেন যা সরকারি চাকরিজীবী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর ২৫(১) ধারার সুস্পষ্ট লঙ্ঘন।
এই ধারায় বলা হয়েছে, 'কোন সরকারী কর্মচারী কোন রাজনৈতিক দলের বা রাজনৈতিক দলের কোন অঙ্গসংগঠনের সদস্য হতে বা কোন ভাবে যুক্ত হতে পারবেন না অথবা বাংলাদেশে বা বিদেশে কোন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বা কোন প্রকারেই সহযোগিতা করতে পারবেন না।'
মাহবুবুর দ্য ডেইলি স্টারকে বলেন, 'নোটিশ গ্রহণকারীরা যদি খাজা মিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে তাকে অবহিত না করেন তবে তিনি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।'
Comments