‘অতীতে সংলাপ করে কোনো লাভ হয়নি’
জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
আজ শনিবার ফরেন সার্ভিস একাডেমিতে ডিসিএবি টক-এ তিনি বলেন, 'আমরা ইঙ্গিত পেয়েছি যে কেউ কেউ নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।'
কারা এ অপচেষ্টা চালাচ্ছে জানতে চাইলে জবাবে তিনি বলেন, 'আপনারাই ভালো জানেন। আপনারা সাংবাদিক।'
ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের প্রস্তাব প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'অতীতে সংলাপ করে কোনো লাভ হয়নি। তবে ভালো প্রস্তাব হলে আলোচনা হতে পারে।'
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 'বাংলাদেশ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। দেশের ভেতরে জনগণের মধ্যে এ নিয়ে আলোচনা অবশ্যই হতে পারে।'
Comments