অস্থায়ী রেল শ্রমিকদের অবরোধ, ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

রাজধানী কাওরানবাজারে এফডিসি রেলগেট এলাকায় রেললাইন অবরোধ করেছেন রেলওয়ের অস্থায়ী শ্রমিকের একটি অংশ। ছবি: প্রবীর দাশ/স্টার

রাজধানী কাওরানবাজারে এফডিসি রেলগেট এলাকায় রেললাইন অবরোধ করেছেন রেলওয়ের অস্থায়ী শ্রমিকের একটি অংশ। চাকরি স্থায়ীকরণ ও আউটসোর্সিংয়ের প্রতিবাদে রেললাইনে অবস্থান নিয়েছেন তারা।

এর ফলে রাজধানীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আজ রোববার সকাল ১০টা থেকে রেললাইন অবরোধ করা হয়।

অবরোধের মুখে ঢাকার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে। ছবি: প্রবীর দাশ/স্টার

সকাল ১১টা ৪৫ মিনিটে ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফেরদৌস।

ঘটনাস্থল থেকে ব্রাহ্মণবাড়িয়ার যাত্রী দুলাল দ্য ডেইলি স্টারের আলোকচিত্রীকে বলেন, '২ ঘণ্টা ধরে ট্রেন এখানে দাঁড়িয়ে আছে। কখন ছাড়বে কেউ বলতে পারছে না।'

চালক জানান, ১০টায় কমলাপুর থেকে ছেড়ে আসে ট্রেনটি। এরপর অবরোধের মুখে এফডিসি রেলগেটে আটকে যায়।

পরিচয় গোপন রাখার শর্তে এক আন্দোলনকারী দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা আশ্বস্ত না হওয়া পর্যন্ত অবরোধ চলবে।'

এ বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার দ্য ডেইলি স্টারকে বলেন, 'অস্থায়ী শ্রমিকরা কারওয়ান বাজারে রেললাইন অবরোধ করে রেখেছেন। সকাল সাড়ে ১০টার পর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যাচ্ছে না। কমলাপুরে এখন পর্যন্ত একতা, জয়ন্তিকা ও কিশোরগঞ্জ এক্সপ্রেসসহ ৪টি ট্রেন আটকে আছে।' 

'রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে,' যোগ করেন তিনি।

 

Comments

The Daily Star  | English
donald trump tariff policy impact on america

Is the US winning under Donald 'Tariff' Trump?

President Trump has now been president for almost 100 days.

4h ago