ডেঙ্গু: অন্তঃসত্ত্বা অবস্থায় জ্যেষ্ঠ সহকারী সচিব নাজিয়া সুলতানার মৃত্যু
ডেঙ্গু আক্রান্ত হয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব (ডব্লিউটিও উইং) এস এম নাজিয়া সুলতানা মারা গেছেন। তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
আজ মঙ্গলবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
তিনি বলেন, '৩০তম বিসিএসের কর্মকর্তা নাজিয়া সুলতানা ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২ দিন ধরে তিনি বারডেম হাসপাতালে ভর্তি ছিলেন।'
নাজিয়া সুলতানার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
এক শোক বার্তায় মন্ত্রী বলেন, নাজিয়া সুলতানা অত্যন্ত মেধাবী কর্মকর্তা ছিলেন। তার অকাল মৃত্যুতে আমরা একজন সৎ ও যোগ্য কর্মকর্তাকে হারালাম।
এ বছর দেশে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। ডেঙ্গুতে গতকাল সোমবার পর্যন্ত দেশে ১৮৫ জন প্রাণ হারিয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৭ হাজার ৪৬৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
এ পর্যন্ত চলতি বছর সারা দেশে ৩৫ হাজার ২৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ২১ হাজার ১৮৭ জন এবং ঢাকার বাইরে ১৪ হাজার ৮৩ জন চিকিৎসা নিয়েছেন। আক্রান্তদের মধ্যে ২৭ হাজার ৬২২ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
Comments