মুন্সিগঞ্জে ভবনে রং করার সময় রশি ছিঁড়ে ২ জনের মৃত্যু

মুন্সিগঞ্জের অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) বা ওষুধ শিল্প পার্কের একটি ভবনের বাইরের অংশে রং করার সময় প্রায় ৫০ ফুট ওপর থেকে রশি ছিঁড়ে নিচে পড়ে ২ রংমিস্ত্রির মৃত্যু হয়েছে।
মুন্সিগঞ্জ
স্টার অনলাইন গ্রাফিক্স

মুন্সিগঞ্জের অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) বা ওষুধ শিল্প পার্কের একটি ভবনের বাইরের অংশে রং করার সময় প্রায় ৫০ ফুট ওপর থেকে রশি ছিঁড়ে নিচে পড়ে ২ রংমিস্ত্রির মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন—মাদারীপুরের শিবচর উপজেলার সেনেরবাগ গ্রামের টোকন খানের ছেলে মো. শহীদ (২৭) ও একই গ্রামের আবুল মাতুব্বরের ছেলে আব্দুস সোবহান (২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় ওষুধ শিল্প পার্কে একমি ল্যাবরেটরিজ লিমিটেডে প্লটের ভেতর ৫ তলা ইউটিলিটি ভবনের ৪র্থ তলায় রংয়ের কাজ করছিলেন ৩ জন রংমিস্ত্রি। তাদের মধ্যে ২ জন রশিতে ঝুলে রং করছিলেন অপরজন ভবনের ছাদ থেকে তাদের সহযোগিতা করছিলেন। সকাল ৯টার দিকে রশি ছিঁড়ে নিচে পড়ে গেলে ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরশাদ কবির বলেন, 'সকাল ৯টার দিকে আমাদের হাসপাতালে ২ জন লোককে আনা হলে তাদের মৃত ঘোষণা করা হয়। তাদের অবস্থা দেখে মনে হয়েছে তারা দুজনই রংয়ের কাজ করেন।'

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী দ্য ডেইলি স্টারকে বলেন, 'খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিকভাবে আমাদের কাছে যেটা মনে হয়েছে রং করার সময় রশি ছিঁড়ে নিচে পড়ে তারা মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।'

Comments

The Daily Star  | English

Bangladeshi students likely to fly home from Kyrgyzstan on chartered flights

There have been no major attacks in hostels of international students since last night

27m ago