ইউএসএইড বাংলাদেশের নতুন মিশন ডিরেক্টর রিড এশলিম্যান

রিড এশলিম্যান। ছবি: সংগৃহীত

বাংলাদেশে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএইড) মিশন পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন রিড এশলিম্যান।

আজ রোববার ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রিড এশলিম্যান খাদ্য নিরাপত্তা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য, গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসনসহ উন্নয়ন উদ্যোগে প্রধান কৌশলগত অংশীদার হিসেবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।

রিড এশলিম্যান বলেন, 'আমি ঢাকায় আসতে পেরে উচ্ছ্বসিত এবং ২০৩১ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত করতে সহায়তা করার লক্ষ্য অর্জনে এ দেশের জনগণের সঙ্গে আমাদের শক্তিশালী অংশীদারিত্ব আরও গভীর করার অপেক্ষায় আছি।'

রিড এশলিম্যান যুক্তরাষ্ট্রের সিনিয়র ফরেন সার্ভিসের ক্যারিয়ার মেম্বার। বাংলাদেশে মিশন ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি মিশন ডিরেক্টর হিসেবে পাকিস্তান ও শ্রীলঙ্কায় এবং নেতৃস্থানীয় পদে মালদ্বীপ, ফিলিপাইন ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ, আফগানিস্তান, কম্বোডিয়া ও ভারতে দায়িত্ব পালন করেছেন।

রিড এশলিম্যান ২০০০ সালে ইউএসএইডে যোগদান করেন। তিনি ওহিও ইউনিভার্সিটির সাউথইস্ট এশিয়ান স্টাডিজ থেকে থেকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে স্নাতকোত্তর ডিগ্রি এবং ইউনিভার্সিটি অব অ্যাক্রন স্কুল অব ল থেকে জুরিস ডক্টরেট অর্জন করেছেন।

Comments