বাংলাদেশ

১০ ঘণ্টা ধরে বন্ধ বিডিনিউজ২৪ এর ওয়েবসাইট

নিউজ পোর্টালটি হ্যাকড হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তারা।
BDnews_Logo.jpg
ছবি: সংগৃহীত

আজ শুক্রবার সকাল থেকে দেশের প্রথম অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না।  

প্রায় ১০ ঘণ্টারও বেশি সময় ধরে তাদের ওয়েবসাইটে কোনো নিউজ দেখা যাচ্ছে না।

কেন এমনটি হয়েছে এই বিষয়ে এখনো নিশ্চিত নন বিডিনিউজ কর্তৃপক্ষ। নিউজ পোর্টালটি হ্যাকড হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তারা।

বিডিনিউজের প্রধান প্রতিবেদক সুমন মাহমুদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'ওয়েবসাইটে আসলে কী সমস্যা হয়েছে তা আমরা এখনো বুঝতে পারছি না। সমস্যা সমাধানে কাজ চলছে।'

 

শুক্রবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছে, 'আমাদের নিয়ন্ত্রণের বাইরে এমন সব কারণে আমাদের সংবাদ পোর্টালে (bdnews24.com) পাঠকদের নিয়মিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমরা পাঠকদের আশ্বস্ত করছি, ওয়েবসাইটটি ফিরিয়ে আনতে আমাদের লড়াই অব্যাহত রয়েছে। আপাতত সংবাদ পেতে চোখ রাখুন আমাদের ফেইসবুক, ইন্সটাগ্রাম, এক্স পেইজ ও ইউটিউব চ্যানেলে।'

আজ শুক্রবার ১০টা ২০ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিডিনিউজের ওয়েবসাইট কোনো নিউজ দেখা যাচ্ছে না।

Comments

The Daily Star  | English

Independents all-time high

The number of independent aspirants submitting nomination papers for the upcoming national polls is at an all time high.

1h ago