টঙ্গীতে প্রথম পর্বের জোড় ইজতেমা ১৩-১৭ অক্টোবর

বিশ্ব ইজতেমার আগে জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়।
ইজতেমা ময়দান। ছবি: স্টার ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠে আগামী ১৩ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ৫ দিনব্যাপী প্রথম পর্বের জোড় ইজতেমা অনুষ্ঠিত হবে।

বিশ্ব ইজতেমার আগে জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়।

রোববার রাতে গাজীপুর মহানগর পুলিশ লিখিতভাবে জোড় ইজতেমার জন্য অনুমতি দেয়। 

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার স্বাক্ষরিত অনুমতি পত্রে বলা হয়, নিজামুদ্দিন বিশ্ব মারকাজের অনুসারী তাবলীগের মূলধারার আহলে শুরার পক্ষে ঢাকার কাকরাইল মসজিদের মুরুব্বী সৈয়দ ওয়াসিফ ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে টঙ্গী ইজতেমা ময়দানে ১৩ থেকে ১৭ অক্টোবর ৫ দিনব্যাপী জোড় ইজতেমা অনুষ্ঠানের অনুমতি দেওয়া হলো।

গাজীপুর মহানগর পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তানবীর আহমেদ বলেন, 'প্রথম পর্বে ১৩ থেকে ১৭ অক্টোবর জোড় ইজতেমা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্বে পরবর্তী জোড় ইজতেমা অনুষ্ঠিত হবে।

Comments