রাশিয়া বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহী: লাভরভ

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করেছেন
দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন ও সের্গেই লাভরভ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বাড়াতে ও জোরদার করতে সম্মত হয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

আজ বৃহস্পতিবার রাতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানিয়েছেন।  

বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় দীর্ঘস্থায়ী অংশীদার উল্লেখ করে তিনি বলেন, 'রাশিয়া বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করছে।'

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করেছেন বলে উল্লেখ করেন লাভরভ।

তিনি বলেন, 'সংকট সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে অব্যাহত আলোচনাকে সমর্থন করে রাশিয়া।'

রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়েও আলোচনা হয় এবং এ প্রকল্প বাস্তবায়নের ওপর জোর দেন লাভরভ।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন বলেন, 'রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসায় আমরা খুবই আনন্দিত। রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক সুগভীর।'

তিনি বলেন, 'দুই পক্ষের বৈঠকে রোহিঙ্গা ইস্যু, বাণিজ্য ও বিনিয়োগ এবং রাশিয়ার বৃহত্তর বাজারে প্রবেশাধিকার নিয়ে আলোচনা হয়েছে।'

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 'আমরা যুদ্ধ চাই না। আমরা চাই আলোচনা ও সংলাপের মাধ্যমে সব সমস্যার সমাধান হোক।'

এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, 'আমরা অত্যন্ত ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখি। আমরা আমাদের নিজস্ব স্বার্থ রক্ষা করি এবং এখন পর্যন্ত আমরা একটি স্বাধীন নীতি বজায় রেখেছি। আমাদের উদ্দেশ্য সংলাপ ও আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধান করা।'

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর পর সন্ধ্যা ৭টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে তার সঙ্গে বৈঠকে বসেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

লাভরভই প্রথম রুশ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশ সফর করছেন।

ইন্দোনেশিয়ার জাকার্তায় আসিয়ান শীর্ষ সম্মেলন ও ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনের মধ্যে তিনি ২ দিনের সফরে আজ সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে ঢাকায় আসেন।

আগামীকাল শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর জি-২০ সম্মেলনে যোগ দিতে লাভরভ নয়াদিল্লি যাবেন।

Comments