বাংলাদেশ

ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন হাবিবুর রহমান

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান। আজ শনিবার ডিএমপির সদর দপ্তরে বিদায়ী কমিশনার খন্দকার গোলাম ফারুক নতুন কমিশনারকে দায়িত্বভার দেন।
ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান। আজ শনিবার ডিএমপির সদর দপ্তরে বিদায়ী কমিশনার খন্দকার গোলাম ফারুক নতুন কমিশনারকে দায়িত্বভার দেন।

বিদায়ী কমিশনার খন্দকার গোলাম ফারুককে রীতি অনুযায়ী পুলিশ সদস্যরা ফুলের রশি দিয়ে গাড়ি টেনে বিদায় জানান। এর আগে তাকে বিদায়ী সালাম প্রদান করে ডিএমপির সুসজ্জিত একটি দল।

গত ২০ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে হাবিবুর রহমানকে ডিএমপির কমিশনার হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়।

হাবিবুর রহমানের জন্ম ১৯৬৭ সালের ১ জানুয়ারি গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়া গ্রামে। ১৭তম বিসিএসের এই কর্মকর্তা এর আগে ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে কাজ করার পর ডিআইজি হিসেবে ঢাকা রেঞ্জে যোগদান করেন তিনি। ডিআইজি হিসেবে দায়িত্ব পালন শেষে তিনি অতিরিক্ত আইজিপি হিসেবে ট্যুরিস্ট পুলিশ প্রধানের দায়িত্ব পালন করেন তিনি।

Comments