৩ স্টেশন দিয়ে চালু হবে মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ

আগামী তিন মাসের মধ্যে আগারগাঁও-মতিঝিল অংশের সাতটি স্টেশন চালু হবে।
মেট্রোরেলের টিএসসি ও বিজয় সরণি স্টেশন চালু ১৩ ডিসেম্বর
ছবি: তুহিন শুভ্র অধিকারী/স্টার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৯ অক্টোবর দেশের প্রথম মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধনের পর এই অংশের তিনটি স্টেশন চালু করা হবে।

স্টেশন তিনটি হচ্ছে—ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল।

আজ মঙ্গলবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন সিদ্দিক নিজ কার্যালয়ে গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, 'আমরা জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী ২৯ অক্টোবর মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করবেন। কিন্তু এখনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাইনি।'

পরবর্তীতে চতুর্থ স্টেশন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন চালু করা হবে উল্লেখ করে এমএএন সিদ্দিক বলেন, 'আমরা আগামী তিন মাসের মধ্যে আগারগাঁও-মতিঝিল অংশের সাতটি স্টেশন চালু করব।'

তিনি জানান, শুরুতে আগারগাঁও-মতিঝিল অংশে সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। তিন মাস পর সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালানো হবে।

এমএএন সিদ্দিক বলেন, 'তিন মাস পরে মেট্রোরেল চালানোর সময় আরও বাড়ানো হবে এবং তারপরে কোনো সাপ্তাহিক বন্ধ থাকবে না। প্রতিদিন মেট্রোরেল চালানো হবে।'

বর্তমানে প্রতি শুক্রবার বন্ধ থাকে মেট্রোরেলের চলাচল।

 

Comments