সমাবেশের নামে বিশৃঙ্খলা করলে ছাড় দেওয়া হবে না: ডিবি প্রধান

রোববার রাতে মানিকগঞ্জ জেলাশহরের কালীবাড়ি আনন্দময়ী নাট মন্দিরে শারদীয় দুর্গাপূজা পরিদর্শনে যান ডিবি প্রধান হারুন-অর-রশীদ। ছবি: স্টার

সমাবেশের নামে দেশে বিশৃঙ্খলা করলে তাদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন পুলিশের গোয়েন্দা শাখার প্রধান মো. হারুন-অর-রশীদ।

গতকাল রোববার রাতে মানিকগঞ্জ জেলাশহরের কালীবাড়ি আনন্দময়ী নাট মন্দিরে শারদীয় দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশের কাছে উন্নত প্রযুক্তি আছে। এ কারণে পুলিশ জানে  কারা ঘাপটি মেরে বসে থেকে দেশের ক্ষতি করতে পারে এবং দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারে। এজন্য পুলিশ আগে থেকে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। কেউ যদি ভিন্নপথে অন্যকিছু করার চেষ্টা করে তাহলে তা করতে দেওয়া হবে না।

পরে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। এসময় মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, পৌরসভার মেয়র মো. রমজান আলী, জেলা আওয়ামী লীগের সদস্য সুভাষ সরকারসহ জেলা পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

8h ago