সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন মারা গেছেন

সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭২ বছর।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফায়েজ সাবেক মন্ত্রীর মৃত্যুর সংবাদ জানান।
১৯৯১ সালে সৈয়দ আবুল হোসেন মাদারীপুর-৩ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। তিনি তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
সৈয়দ আবুল হোসেন ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
বাংলা দৈনিক প্রথম আলো জানায়, সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন আজ বুধবার ভোররাত ২টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন।
Comments