নয়াপল্টনে ইন্টারনেট বন্ধের নির্দেশ বিটিআরসির

রাজধানীর নয়াপল্টনে আজ সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত টেলিকম অপারেটরকে ইন্টারনেট সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
এ সংক্রান্ত একটি নির্দেশনার কপি হাতে পেয়েছে দ্য ডেইলি স্টার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে এটি জারি করা হয়, ডাক ও টেলিকম বিভাগ এটির অনুমোদন দিয়েছে।
রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আজ শনিবার সমাবেশ করবে বিএনপি। একইদিন দুই কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থিত বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
গতকাল রাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) দুই দলকে তাদের প্রস্তাবিত দুই জায়গায় সমাবেশের এই অনুমতি দেয়।
Comments