বাংলাদেশ

সর্বনিম্ন ২৩ হাজার টাকা বেতন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক বিক্ষোভ

সকাল ১১টার দিকে মালেকের বাড়ি এলাকায় কলম্বিয়া পোশাক কারখানার শ্রমিকসহ আরও কয়েকটি কারখানার শ্রমিকরা সমবেত হয়ে সড়কে বিক্ষোভ শুরু করেন।
ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক বিক্ষোভ
গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ। ছবি: স্টার ফাইল ছবি

সর্বনিম্ন ২৩ হাজার টাকা বেতন দাবিতে পোশাক শ্রমিকরা গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকায় ঢাকা ময়মনসিংহ মহসড়কে বিক্ষোভ করছেন।

এ কারণে যান চলাচল বন্ধ থাকায় সড়কের দুই পাশে তীব্র জট সৃষ্টি হয়েছে।

আজ শনিবার দুপুর ১টা ৩০ মিনিটে জানা যায়, মালেকের বাড়ি কলম্বিয়া গার্মেন্টস এলাকা থেকে গাজীপুর বাইপাস পর্যন্ত যানজট রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সকাল ১১টার দিকে মালেকের বাড়ি এলাকায় কলম্বিয়া পোশাক কারখানার শ্রমিকসহ আরও কয়েকটি কারখানার শ্রমিকরা সমবেত হয়ে সড়কে বিক্ষোভ শুরু করেন।

দুপুর ১টায় গাজীপুরের শিল্প পুলিশ পরিদর্শক রেজাউল হক দ্য ডেইলি স্টারকে বলেন, শ্রমিক বিক্ষোভের কারণে সড়কের দুই পাশে অন্তত দুই কিলোমিটার জট আছে। তা ধীরে ধীরে বাড়ছে।

এখনো বিক্ষোভ চলছে বলেও তিনি জানান।

শ্রমিকেরা ডেইলি স্টারকে জানান, তারা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন। সড়কে অবস্থান নিয়েছেন।

আজ সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক মালেকের বাড়ী এলাকায় তারা অবরোধ করেন বলেও জানান।

শ্রমিক নেতা সফিউল ডেইলি স্টারকে বলেন, 'শ্রমিকেরা আমাদের কথা শুনছেন না। মজুরি বাড়ানো দাবিতে তারা একত্রিত হয়ে সড়কে অবস্থান নিয়েছেন।'

কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, শ্রমিকেরা সর্বনিম্ন বেতন ২৩ হাজার টাকা করার দাবিতে আজ বিক্ষোভ শুরু করেন।

Comments