নয়াপল্টনে সতর্ক পুলিশ, বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বাসে আগুন

নয়াপল্টনে সতর্ক অবস্থানে পুলিশ, বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বাসে আগুন। নয়াপল্টনের ছবি তুলেছেন শেখ এনাম। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের ছবিটি সংগৃহীত।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

আজ রোববার সকাল থেকে নয়াপল্টনের পুরো সড়কের দুই পাশ জুড়ে পুলিশ দেখা গেছে।

নয়াপল্টন থেকে দ্য ডেইলি স্টারের ফটোসাংবাদিক জানান, পুলিশ বিএনপি কার্যালয়ের সামনে ব্যারিকেড দিয়ে রেখেছে। ওই রাস্তা দিয়ে জনসাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ওই সড়কে কোনো যানবাহন চলতে দেখা যায়নি। তবে কিছু রিকশা চলতে দেখা গেছে।

নয়াপল্টনের দুই প্রান্তে নাইটিঙ্গেল মোড় ও আরামবাগ মোড়েও তেমন কোনো যানবাহন চলতে দেখা যায়নি।

এদিকে আজ সকালে বায়তুল মোকাররমের দক্ষিণ প্লাজায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, শিখর পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে যায়।

Comments