বরিশালে নদী থেকে এটিএম শামসুজ্জামানের ছেলের মরদেহ উদ্ধার

বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের জয়ন্তী নদী থেকে একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরে উদ্ধার করা ওই মরদেহের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে পুলিশ নিশ্চিত হয়, তিনি অভিনেতা এটিএম শামসুজ্জামানের ছেলে এ টি এম খলিকুজ্জামান কুশল (৪৬)।
স্বজনদের উদ্ধৃতি দিয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব জানান, গত ২৪ অক্টোবর ঢাকার সূত্রাপুরের বাড়ি থেকে খুলনার উদ্দেশে যান কুশল। ২৬ অক্টোবর পর্যন্ত মোবাইলে যোগাযোগ হলেও এরপর তাকে আর পাওয়া যায়নি।
আজ দুপুরে জয়ন্তী নদীতে একটি মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে এর সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার পরিচয় নিশ্চিত করে।
ওসি জানান, মরদেহের কোথাও আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্ত শেষে মরদেহটি ঢাকায় পাঠানো হবে।
Comments