বাংলাদেশ

শ্রমিকদের আন্দোলনে উসকানি দেওয়া হচ্ছে: আশুলিয়া শিল্প পুলিশের এসপি

‘এখানকার অধিকাংশ শ্রমিকই শান্ত ও নিরীহ।’
মোহাম্মদ সারোয়ার আলম। ছবি: সংগৃহীত

আন্দোলন করতে শ্রমিকদের বিভিন্ন মহল থেকে ইন্ধন-উসকানি দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম।

আজ মঙ্গলবার দুপুরে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে এসে জামগড়া এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মোহাম্মদ সারোয়ার আলম বলেন, এখানকার অধিকাংশ শ্রমিকই শান্ত ও নিরীহ। শ্রমিকরা কাজে এসেছে, অনেক জায়গায় কাজ চলছে। কিছু কিছু শ্রমিক উচ্ছৃঙ্খলা প্রদর্শন করছে। বিভিন্ন মহল থেকে আন্দোলন করতে শ্রমিকদের  ইন্ধন দেওয়া হচ্ছে, উসকানো হচ্ছে। আমরা ইতোমধ্যে কিছু মহলকে শনাক্ত করতে পেরেছি। ঢাকা থেকে শ্রমিকদের উসকানি দেওয়া হচ্ছে। সেই জিনিসগুলো আমরা এখানে সম্মুখীন হচ্ছি।'

শ্রমিক অসন্তোষের ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কি না, জানতে চাইলে এসপি বলেন, আমরা এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে কাউকে আটক করতে পারিনি। আমরা শুধু সরকারি সম্পত্তি, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে কাজ করে যাচ্ছি।'

আশুলিয়ায় কতগুলো পোশাক কারখানা বন্ধ রয়েছে, প্রশ্ন করলে তিনি বলেন, 'এখন পর্যন্ত আমাদের কাছে সম্পূর্ণ তথ্য আসেনি। কিছু কিছু কারখানা চলছে, কিছু কিছু আংশিক চলছে। কিছু কারখানা পরিস্থিতি সামাল দিতে আজকের জন্য বন্ধ করা হয়েছে। এ অঞ্চলে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।'

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গত ২৯ অক্টোবর থেকে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের দুই পাশে থাকা বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা সড়ক বন্ধ করে আন্দোলন শুরু করে। আজ তৃতীয় দিনের মতো শ্রমিকরা আন্দোলন করেছে।

Comments