হরতাল-অবরোধে ঢাকায় ১৩ দিনে ৬৪ বাসে আগুন: ডিএমপি

গত ২৮ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত ১৩ দিনে ঢাকা মেট্রোপলিটন এলাকায় ৬৪টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ডিএমপি।

এসব ঘটনায় ৬৪টি মামলা দায়ের করা হয়েছে রাজধানীর বিভিন্ন থানায়।

আজ শুক্রবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার মহিদ উদ্দিন।

তিনি বলেন, আগুন দেওয়ার সময় জনগণ ও পুলিশের হাতে আটক হয়েছে ১২ জন। এদের মধ্যে কেউ যাত্রীবেশে গাড়িতে উঠে বা নিচে থেকে অগ্নিসংযোগ করেছে। আটকের সময় তাদের থেকে পেট্রোল, গান পাউডার, দেশলাই, তুলা, পুরানো কাপড় ইত্যাদি জব্দ করা হয়েছে।

আগুন লাগিয়ে পালিয়ে যাবার সময় মোহাম্মদপুরে একজন দুষ্কৃতিকারী মারা যায় বলে জানান তিনি।

গত ২৯ অক্টোবর ভোর রাত সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে নাঈম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন রবিউল ইসলাম (২৫) নামে আরেক যুবক। তারা দুজনই অছিম পরিবহন বাসের হেলপার ছিলেন।

Comments

The Daily Star  | English

Bangladesh eyes 10-20% tariff in final US talks

The tariff negotiations are scheduled to begin on July 29 and continue until July 31

8h ago