গাজীপুরে ৪ হাজার পোশাকশ্রমিকের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১

মজুরি বৃদ্ধির দাবি: আশুলিয়ায় কাজে যোগ দেয়নি অন্তত ৩০ কারখানা শ্রমিক
ছবি: সংগৃহীত

গাজীপুরের কোনাবাড়ীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় ৪ হাজার পোশাক শ্রমিকের নামে মামলা করেছে পুলিশ।

এ মামলায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার রাতে গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় ১১ জনের নাম উল্লেখ করে আরও ৩-৪ হাজার অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার বাদী কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে কোনাবাড়ী এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে তুসুকা কারখানার ভেতর শ্রমিকরা ব্যাপক ভাঙচুর করে। এ সময় ওই কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থাকা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনারের (ডিসি) গাড়ি ভাঙচুর করে।

তিনি বলেন, এ ঘটনায় বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি মামলা করা হয়। মামলায় গ্রেপ্তার ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ৩/৪ হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

আজ শুক্রবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হচ্ছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Yunus meets Chinese ambassador to review China visit, outline next steps

Both sides expressed a shared commitment to transforming discussions into actionable projects across a range of sectors

4h ago