ঢাকা-ময়মনসিংহ রেলপথের নিরাপত্তায় ১৩ পয়েন্টে আনসার মোতায়েন

ঢাকা-ময়মনসিংহ রেলপথের নিরাপত্তায় ১৩ পয়েন্টে আনসার মোতায়েন। ছবি: মঞ্জুরুল হক/স্টার

অবরোধের মধ্যে নাশকতার আশঙ্কায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে অতিরিক্ত নিরাপত্তায় ১৩ পয়েন্ট আনসার বসিয়েছে প্রশাসন।

গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ মুরাদ দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেন।

ইউএনও বলেন, 'জয়দেবপুর ও টঙ্গীতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিতে আনসার ও গ্রাম পুলিশকে গুরুত্বপূর্ণ স্থানে ২ দিনের জন্য মোতায়েন করা হয়েছে। রেললাইনের নিরাপত্তার জন্য উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাকে প্রয়োজনীয় সংখ্যক আনসার মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।'

গাজীপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা গণেশ যাদব দ্য ডেইলি স্টারকে জানান, জয়দেবপুরে ৬টি পয়েন্টে ৫৮ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

পয়েন্টগুলো হলো, ধীরাশ্রম পাকা রাস্তার মোড়, বি আর টি সি ডিপো, শিববাড়ি বাস স্ট্যান্ড, ভাওয়াল রেলস্টেশন, জয়দেবপুর রেল স্টেশন ও ধীরাশ্রম রেল স্টেশন।

ধীরাশ্রম রেলস্টেশনে দায়িত্বরত এপিসি আবু বকরকে রেললাইনে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

জানতে চাইলে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) শহিদুল ইসলাম বলেন, 'টঙ্গী-জয়দেবপুরে ১৩টি রেলস্টেশন রয়েছে। প্রতিটি স্টেশনে ৪ জন করে ৫২ জন আনসার অতিরিক্ত মোতায়েন করা হয়েছে।'

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ছোটন শর্মা বলেন, 'আমার অধীনে ৫টি রেলওয়ে গেট আছে। প্রতিটি গেটে ৪ জন করে আনসার সদস্য আছে।'

মোট ১৩টি পয়েন্টে ৪ জন করে আনসার সদস্য মোতায়েন আছে বলে জানিয়েছেন জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী।

উল্লেখ্য, বিএনপি, জামায়াত ইসলামীসহ কয়েকটি দলের ডাকা অবরোধে ঢাকা-ময়মনসিংহ রেলপথের একাধিক স্থানে রেললাইনে আগুন ধরিয়ে রেলপথে যোগাযোগ বিচ্ছিন্নের চেষ্টা করা হয়েছে।

Comments