সহকারী জজ হিসেবে নিয়োগ পেলেন ৯৭ জন
সারাদেশে নিম্ন আদালতের জন্য ৯৭ জন সহকারী জজ নিয়োগ দিয়েছে সরকার।
এ বিষয়ে আজ মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন বিচারকরা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় যোগ্যতা অর্জন করেছেন।
আগামী ১৯ নভেম্বর তাদের কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সারাদেশে নিম্ন আদালতে ৩৬ লাখ মামলা বিচারাধীন থাকায় সরকার নতুন বিচারক নিয়োগের এই প্রক্রিয়া শুরু করে।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন পরীক্ষার মাধ্যমে ৯৭ জন প্রার্থীকে বাছাই করে চলতি বছরের এপ্রিলে নিম্ন আদালতের বিচারক হিসেবে নিয়োগের সুপারিশ করেছিল।
Comments