তফসিল ঘোষণার পর বিএনপি কার্যালয়ের কাছে ককটেল বিস্ফোরণ

প্রতীকী ছবি

রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কাছে নাইটিঙ্গেল মোড়ে দুর্বৃত্তরা তিন-চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানা গেছে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি বলেন, 'দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আধাঘণ্টা পর নাইটিঙ্গেল মোড়ে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তিন-চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।'

'এ ঘটনায় কেউ আহত হননি এবং কাউকে আটক করা যায়নি', যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English
fazlur rahman safety concern

‘As a freedom fighter, I have the right to live in peace’

Fazlur Rahman voices concern for his and family’s safety as protesters besiege his Dhaka home

1h ago