ঢাকা-কক্সবাজার রুটে ১ জানুয়ারি থেকে আরও ১ ট্রেন

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন আজ রেলভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
স্টার ফাইল ফটো

আগামী বছরের ১ জানুয়ারি থেকে ঢাকা-কক্সবাজার রুটে আরেকটি আন্তঃনগর ট্রেন চালু করবে বাংলাদেশ রেলওয়ে।

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন আজ বুধবার রেলভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, 'আমরা ট্রেনের বেশ কয়েকটি প্রস্তাবিত নামসহ প্রধানমন্ত্রীর কাছে একটি সারসংক্ষেপ পাঠাব এবং প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে আমরা জানুয়ারি থেকে ঢাকা-কক্সবাজার রুটে একটি নতুন ট্রেন চালু করব।'

মন্ত্রী আরও বলেন, আগামী ১ জানুয়ারি থেকে খুলনা-যশোর-মংলা রুটে কমিউটার ট্রেন চালু করা হবে।

এই রুটের প্রথম ট্রেন 'কক্সবাজার এক্সপ্রেস' গত ১ ডিসেম্বর যাত্রা শুরু করে।

Comments

The Daily Star  | English

Yunus's 'Reset Button' call was not about erasing Bangladesh's proud history: CA office

He meant resetting the software, not the hardware created by 1971 Liberation War, statement says

1h ago