ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন

ব্যারিস্টার মইনুল হোসেন। ছবি: সংগৃহীত

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও জ্যেষ্ঠ আইনজীবী মইনুল হোসেন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

আজ শনিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মইনুল হোসেনের ব্যক্তিগত সহকারী ওয়াহিদুজ্জামান জানান, তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।

মইনুল হোসেন একাধারে একজন আইনজীবী, একজন রাজনীতিবিদ এবং দৈনিক দ্য নিউ নেশনের প্রকাশক ছিলেন।

তিনি ২০০৭ সালে গঠিত ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে গঠিত তত্ত্ববধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে তথ্য, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

Comments

The Daily Star  | English

Israel says conducted 'extensive strikes' in Iran's west

Israel and Iran attacked each other for a fifth straight day on Tuesday

2h ago