রাষ্ট্রপতির সাজেক সফর স্থগিত

রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।  
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাজেকে ৩ দিনের সফর স্থগিত করা হয়েছে।

আজ মঙ্গলবার রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল অফিসার মুহাম্মদ মামুনুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানও দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আগামী ২০-২২ ডিসেম্বর রাঙ্গামাটি জেলার সাজেক সফর অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

বিকেল সাড়ে ৫টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান ডেইলি স্টারকে বলেন, 'আমরা এইমাত্র চিঠি পেয়েছি রাষ্ট্রপতির সফর স্থগিত করা হয়েছে।'

রাষ্ট্রপতির সাজেক সফরকে কেন্দ্র করে নিরাপত্তার স্বার্থে ১৮-২২ ডিসেম্বর পর্যন্ত সাজেকের সব কটেজ, রিসোর্ট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল জেলা প্রশাসন।

Comments