গাড়ি হস্তান্তর করে শেষ হলো ইউনিমার্টের সেলিব্রেশন বোনানজা

‘সেলিব্রেশন বোনানজা’ উপলক্ষ্যে সর্বমোট ৩ লাখ ৬৪ হাজার কুপনের মধ্য থেকে প্রতি ১৫ দিন পর র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে পুরষ্কার বিজয়ীদের উপহার প্রদান করা হয়।
ব্র্যান্ডনিউ এসইউভি গাড়ি বিজয়ীর হাতে তুলে দেওয়া হয় চাবি। ছবি: সংগৃহীত

ইউনাইটেড গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ও বাংলাদেশের প্রিমিয়াম সুপারস্টোর চেইন ইউনিমার্ট তাদের পথচলার ১০ বছর পূর্ণ করেছে।

এই বিশেষ সময়কে স্মরণীয় করে রাখতে গত জুলাইয়ে তারা আয়োজন করে 'সেলিব্রেশন বোনানজা'।

'সেলিব্রেশন বোনানজা' উপলক্ষ্যে সর্বমোট ৩ লাখ ৬৪ হাজার কুপনের মধ্য থেকে প্রতি ১৫ দিন পর র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে পুরষ্কার বিজয়ীদের উপহার প্রদান করা হয়।

এ ছাড়া, ইউনিমার্ট গুলশান-১ শাখায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ১২ জন বিজয়ীর হাতে তুলে দেওয়া হয় মেগা গিফট। উপহার হিসেবে ছিল ব্র্যান্ডনিউ এসইউভি গাড়ি, ডাবল-ডোর ফ্রিজ, ম্যাকবুক এয়ার, ৬৫ ইঞ্চি স্মার্টটিভি, হোম থিয়েটার, জুসার, পোর্টেবল স্পিকারসহ আরও অনেক কিছু।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের পরিচালক শারফুদ্দিন আকতার রশিদ, ইউনিমার্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুরতজা জামান, ইউনাইটেড গ্রুপের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মো. নওশাদ পারভেজ এবং ইউনিমার্ট লিমিটেডের সিওও শাহিন মাহমুদ।

Comments

The Daily Star  | English

USAID to provide $202 million in grant to Bangladesh

The United States Agency for International Development (USAID) will provide $202.25 million in aid to Bangladesh as part of the Development Objective Grant Agreement

1h ago