যারা হরতাল-অবরোধ দিচ্ছে তারাই ট্রেনে আগুনের ঘটনায় জড়িত: ডিএমপি কমিশনার

‘এ ধরনের নাশকতার ঘটনায় আগে যারা গ্রেপ্তার হয়েছে তাদের স্বীকারোক্তি থেকে আমরা জানতে পেরেছি যে এই দেশের এজেন্ট যারা বিদেশ থেকে নির্দেশনা দেয় হরতাল, অবরোধ সফল করার জন্য এ ধরনের নাশকতার ঘটনায় তাদের মদদ আছে।’
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। ছবি: সংগৃহীত

রাজনৈতিক দল যারা হরতাল-অবরোধ দিচ্ছে, নাশকতা করছে তারাই তেজগাঁওয়ে ট্রেনে আগুনের ঘটনায় জড়িত বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজে ট্রেনে আগুনের ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছেন তিনি। সেসময় তার সঙ্গে ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন–অর–রশীদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা মরদেহগুলো দেখেছি এবং নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেছি। যিনি আহত হয়েছেন তার সঙ্গেও কথা হয়েছে। তার কাছ থেকে আমরা পুরো ঘটনার বর্ণনা শুনেছি। প্রত্যক্ষদর্শীর বর্ণনা থেকে বোঝা যায় নেত্রকোণা থেকে ৩টা ছেলে আসছিল। তারাই ট্রেনের সিটে আগুন দিয়েছে। ধোঁয়া উঠতে থাকলে বগির ভেতরে দৌঁড়াদৌড়ি পড়ে যায়।'

যে দুটো মরদেহ শনাক্ত হয়েছে সেগুলো ময়নাতদন্ত করা হবে না বলে জানান তিনি। অন্য দুই মরদেহ শনাক্তের জন্য ময়নাতদন্ত হবে।

ডিএমপি কমিশনার আরও বলেন, 'রাজনৈতিক দল যারা হরতাল-অবরোধ দিচ্ছে, নাশকতা করছে, সহিংসতা করছে আমি অবশ্যই বলবো যে এটা তারা করছে। যে বর্ণনা শুনেছি তা থেকে বোঝা যাচ্ছে যে ট্রেনের ভেতর থেকেই আগুন দেওয়া হয়েছে। যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তারা পার পাবে না।'

'এ ধরনের নাশকতার ঘটনায় আগে যারা গ্রেপ্তার হয়েছে তাদের স্বীকারোক্তি থেকে আমরা জানতে পেরেছি যে এই দেশের এজেন্ট যারা বিদেশ থেকে নির্দেশনা দেয় হরতাল, অবরোধ সফল করার জন্য এ ধরনের নাশকতার ঘটনায় তাদের মদদ আছে,' বলেন তিনি।

এ ঘটনায় পুলিশ দায় এড়াতে পারে কি না জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।

Comments

The Daily Star  | English

Ratan Tata no more

The 87-year-old industrialist was admitted to Breach Candy Hospital for age-related ailments

32m ago