বালিয়াকান্দিতে ভোটকেন্দ্র পাহারায় থাকা গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভোট কেন্দ্র পাহারায় থাকা এক গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৮টায় পুলিশ বালিয়াকান্দি উপজেলার চর আরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে কাঠ বাগান থেকে তার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহত রনজিৎ কুমার দে (৪৫) বালিয়াকান্দি উপজেলার চরআড়কান্দি গ্রামের মৃত শিবেন্দ্রনাথ দের ছেলে।
এলাকাবাসী জানায়, আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পাহারায় নিয়োজিত ছিলেন রনজিৎ। তার সাথে স্কুলের নাইটগার্ড মো. ইউসুফ হোসেনও ছিলেন।
ইউসুফ হোসেন জানান, শুক্রবার রাত অনুমান সাড়ে ৩টার দিকে রনজিৎ টয়লেটে যাওয়ার জন্য বেরিয়ে যায়। প্রায় আধা ঘণ্টা পার হলেও তিনি ফিরে আসেনি। তাকে খুঁজে না পেয়ে স্কুল শিক্ষক ও স্থানীয় কিরন মেম্বার বিষয়টি জানানো হয়।
শনিবার ভোর ৫টার দিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে স্কুলের টয়লেটের পাশে রনজিতের মরদেহ পাওয়া যায়।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্মা (ওসি) আলমগীর হোসেন বলেন, 'তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।'
Comments